Thursday, January 2, 2025
More

    সর্বশেষ

    ২৪ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে আইফোন ১৩

    ক.বি.ডেস্ক: অবশেষে এলো বহুল প্রতীক্ষিত আইফোনের নতুন সিরিজ। ক্যামেরা ও ব্যাটারিসহ কয়েকটি অংশে নতুনত্ব থাকছে এই সিরিজে (আইফোন ১৩)। আগের সিরিজের মতো আইফোন ১৩-তেও থাকছে চারটি মডেল– আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে আর বাজারে আসবে ২৪ সেপ্টেম্বর।

    মডেল চারটির মধ্যে প্রথম দুটো নন-প্রো ঘরানার আর বাকিগুলো প্রো। ১২ সিরিজের সঙ্গে ভারসাম্য রেখেই করা হয়েছে ১৩ সিরিজ। আগের সিরিজের চেয়ে নতুন সিরিজে ডিসপ্লের নচ কিছুটা ছোট করা হয়েছে। এছাড়া ক্যামেরা সেন্সরও তুলনামূলক বড় করা হয়েছে। ব্যাটারির ব্যাকআপ থাকবে আগের সিরিজ থেকে আড়াই ঘণ্টা বেশি।

    আইফোন ১৩-এর দাম ৮২৯ থেকে ও আইফোন ১৩ মিনির দাম ৭২৯ ডলার থেকে শুরু হবে। মডেল দুটি পাওয়া যাবে ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে। এদিকে, আইফোন ১৩ প্রো-এর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম হবে অন্তত ১ হাজার ৯৯ ডলার।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.