Tuesday, December 24, 2024
More

    সর্বশেষ

    ১৫ জুন আসছে ‘রিয়েলমি জিটি ৫জি’

    ক.বি.ডেস্ক: রিয়েলমি ১৫ জুন নিয়ে আসছে তরুণ প্রজন্মের জন্য সুপার ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা প্রদানের জন্য ‘রিয়েলমি জিটি ৫জি’ স্মার্টফোন। একই সঙ্গে রিয়েলমি তাদের সর্বশেষ এআইওটি কৌশল ঘোষণা করবে। বিস্তারিত: https://cutt.ly/realme_GT5G_GlobalLaunch এই লিঙ্কে। রিয়েলমি জিটি ৫জি স্মার্টফোনে অত্যাধুনিক ডিজাইন এবং প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এ ছাড়াও রিয়েলমি এই অনুষ্ঠানে তাদের সাম্প্রতিক এআইওটি কৌশল এবং রিয়েলমি ‘টেকলাইফ’ এর নতুন পণ্যগুলো উন্মোচন করবে।

    রিয়েলমির সিইও স্কাই লি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ব্র্যান্ডটির ব্যবসায়িক কৌশল নিয়ে কথা বলবেন। রিয়েলমি ব্র্যান্ড মার্কেটিংয়ের গ্লোবাল হেড জনি চেন এআইওটি ইকোসিস্টেম ‘টেকলাইফ’ উদ্বোধন করবেন।

    রিয়েলমি সর্বদা দুর্দান্ত স্মার্টফোন বাজারে নিয়ে এসে তরুণদের জীবনের মানোন্নয়ে বিশ্বাসী। সুপার ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ৫জি সেই প্রচেষ্টার প্রতিফলন। তা ছাড়া রিয়েলমির এআইওটি পণ্যেগুলো তরুণদের আধুনিক জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.