Wednesday, December 25, 2024
More

    সর্বশেষ

    ১০ লাখ টাকা পুরস্কার: ভিভো ওয়াই২১!

    ক.বি.ডেস্ক: ১০ লাখ টাকা পুরস্কারের ক্যাম্পেইন আয়োজন করেছে ভিভো। নতুন মডেলের স্মার্টফোন ‘‘ভিভো ওয়াই ২১’’ এর যাত্রা উপলক্ষে ভিভো’র এই চমকে দেয়া আয়োজন। এই অফার সব প্রি-অর্ডার এবং প্রথম বিক্রয় সপ্তাহের গ্রাহকদের জন্য প্রযোজ্য। ১৬-২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। আর ভাগ্যবান বিজয়ী নির্বাচন লাইভ করা হবে ভিভো বাংলাদেশের ফেসবুক পেজ থেকে।

    বাংলাদেশের স্মার্টফোন শিল্পের ইতিহাসে এই প্রথম একটি স্মার্টফোন ক্রয়ে পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে এতো বড়ো পরিমাণ অর্থ। এই অফারটিতে যেকোনো একজন সৌভাগ্যবান ব্যক্তি ভিভো ওয়াই ২১ স্মার্টফোনটি ক্রয় করে পেতে পারেন এই বিশাল অংকের ১০ লাখ টাকা পুরস্কার। এ ছাড়াও থাকছে ২১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ।

    সময়ের চাহিদাকে সামনে রেখে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে স্মার্টফোনটি প্রি-অর্ডার শুরু হয়েছে যা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রি-বুকিং দেয়া যাবে জিএন্ডজি, পিকাবু.কম এবং অথবা.কম থেকেও। ভিভো ওয়াই২১ পাওয়া যাবে মেটালিক ব্লু ও ডায়ামন্ড গ্লো এই দুইটি রঙে। স্মার্টফোনটির মূল্য ১৪,৯৯০ টাকা। স্মার্টফোনটি দেশের আউটলেটগুলোতে সরাসরি  পাওয়া যাবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/events/2648802965413840   লিংকে।

    ভিভো বাংলাদেশের পণ্য পরিচালক ডেভিড-লী বলেন, ভিভো’র ওয়াই সিরিজ সব ধরণের গ্রাহকদের উপযোগী করে করা হয়েছে। ভিভো স্মার্টফোন বাজার ও গ্রাহকদের চাহিদা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে এবং এর ওপর ভিত্তি করেই নতুন ডিজাইনের সব পণ্য নিয়ে আসে।  ভিভো ওয়াই২১ স্মার্টফোনটি শুধু দেখতেই আকর্ষণীয় না; পারফরমেন্সেও নির্ভরযোগ্য। বাজেট ফোনের সেগমেন্টে ভিভো ওয়াই২১-ই বেস্ট স্লিম ডিভাইস; যার থিকনেস মাত্র ৮ মিলিমিটার।

    ভিভো ওয়াই২১ স্মার্টফোন: বাজেটের মধ্যেই ভিভো’র নতুন এই স্মার্টফোনে মিলবে পর্যাপ্ত ব্যাটারি পাওয়ার, বড় মেমোরি এবং আকর্ষণীয় আউটলুকের সমন্বয়। ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ গিগাবাইট র‌্যাম সঙ্গে এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তি যা আরও ১ গিগাবাইট পর্যন্ত এক্সটেন্ডেড করা যাবে। ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার রম রয়েছে, যা আলাদা মেমোরী কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

    সুপার স্লিম বডির সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিও রয়েছে এই স্মার্টফোনে।  স্মার্টফোনটি পূর্বের ভিভো ওয়াই২০ এর থেকে আরও ০.০৪ মিলিমিটার বেশি স্লিম এবং ১০ গ্রাম কম। ডিভাইসটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে।  

    ভিভো ওয়াই২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে নেচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার রয়েছে। ফোনটির ক্যামেরায় ফিল্টার ২.০ ফিচার রয়েছে যা থেকে বিভিন্ন ধরণের রঙ পছন্দ করে নেয়া যাবে এবং অন্ধকার ও আলোর সংমিশ্রণে ছবিকে করবে আরো দূর্দান্ত।   

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.