Sunday, December 22, 2024
More

    সর্বশেষ

    ০.৫৬ মাইক্রোমিটার সম্বলিত ইমেজ সেন্সর নিয়ে এলো স্যামসাং

    ক.বি.ডেস্ক: স্মার্টফোন খাতের ক্ষুদ্রাকৃতির ০.৫৬ মাইক্রোমিটার (মিউএম) পিক্সেলসহ স্যামসাং এর সর্ম্পূণ নতুন ২০০ মেগাপিক্সেল আইএসওসিইএলএল এইচপি৩ ইমেজ সেন্সর উন্মোচন করেছে। নতুন এ প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ব্যবহারকারীরা দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত ফোকাস ও অসাধারণ রেজ্যুলেশনে ছবি ক্যামেরাবন্দী করতে পারবেন।

    আইএসওসিইএলএল এইচপি৩ ইমেজ সেন্সরে স্যামসাং এর আগের ০.৬৪মিউএম’র তুলনায় ১২ শতাংশ ক্ষুদ্রাকৃতির পিক্সেল ব্যবহার করেছে। ১/১.৪ ইঞ্চি অপটিক্যাল ফরম্যাটের এ ডিভাইসের ইমেজ সেন্সরে ২০০ মিলিয়ন সেন্সর প্যাক রয়েছে। আইএসওসিইএলএল ক্যামেরা মডিউল সারফেস এরিয়ার আনুমানিক ২০ শতাংশ রিডাকশন করতে সক্ষম, যা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রিমিয়াম ডিভাইসগুলোকে স্লিম রাখতে সাহায্য করে।

    আইএসওসিইএলএল এইচপি৩ ইমেজ সেন্সরে রয়েছে সুপার কিউপিডি অটো-ফোকাসিং সলিউশন, যা সব সেন্সর পিক্সেলকে অটো-ফোকাসিংয়ে সক্ষম করে তুলবে। সুপার কিউপিডির চারটি’র প্রতিটি ক্লাস্টারে একটি একক লেন্স রয়েছে, যা হরাইজন্টাল ও ভার্টিকাল উভয় দিকের ফেজ এর মধ্যে পার্থক্য শনাক্ত করে। এটি স্মার্টফোন দিয়ে ছবি তোলার সময় ব্যবহারকারীদের নিখুঁত ও  দ্রুততার সঙ্গে অটো-ফোকাসিংয়ের বিষয়ের পথকেও সুগম করে।

    এ ইমেজ সেন্সরটি ব্যবহারকারীদের ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে (এফপিএস) এইটকে ভিডিও অথবা ১২০ ফ্রেম প্রতি সেকেন্ডে ফোরকে ভিডিও ধারণে সক্ষম করবে। উল্লেখ্য যে, এইটকে ভিডিও ধারণের সময় ডেপথ অব ফিল্ড কিছুটা কম পাওয়া যেতে পারে। সুপার কিউপিডি সলিউশনের সমন্বয়ে ব্যবহারকারীরা মোবাইল ডিভাইস দিয়ে সিনেম্যাটিক ফুটেজের লুক অ্যান্ড ফিল পাওয়া যাবে।

    লো-লাইটে আইওসিইএলএল এইচপি৩ সেন্সর দিয়ে উন্নত মানের ছবি তোলা যাবে। এতে রয়েছে টেট্রা২পিক্সেল প্রযুক্তি, যা ০.৫৬মিউএম ২০০ মেগাপিক্সেল সেন্সরকে একটি ১.১২ মিউএম ৫০ মেগাপিক্সেল সেন্সরে বা ১২.৫ মেগাপিক্সেল সেন্সরকে ২.২৪মিউএম পিক্সেলের সঙ্গে একটি ১৬ পিক্সেলে সমন্বয়ের মাধ্যমে রূপান্তর করে চারটি পিক্সেলকে একত্রিত করে। উন্নত প্রযুক্তির বড় আকারের পিক্সেলের এ সেন্সরের মাধ্যমে ইনডোর বা রাতের বেলায় চমতকার ও নান্দনিক সব ছবি তোলা যাবে।        

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.