Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    রিয়েলমি ৯ আই, ২০ ফেব্রুয়ারি দারাজে ফ্ল্যাশসেল

    ক.বি.ডেস্ক: দেশব্যাপী পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ আই। ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টটির মূল্য মাত্র ১৯,৪৯০ টাকা। সঙ্গে ফেব্রুয়ারি মাসের মধ্যে স্মার্টফোনটি ক্রয়ে পাওয়া যাবে এক্সক্লুসিভ রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল। পাশাপাশি, রিয়েলমি ৯ আই এর (৪+৬৪) জিবি ভ্যারিয়েন্টটি ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ১,১৫০ টাকা ছাড়ে মাত্র ১৬,৩৪০ টাকায় পাওয়া যাবে দারাজে। কেনার জন্য ক্লিকঃ https://click.daraz.com.bd/e/_7ag9E

    রিয়েলমি ৯ আই: স্মার্টফোনটিতে রয়েছে সর্বাধুনিক ৬ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। নতুন এই চিপসেট থাকায় ডিভাইসটি আগের ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৬২ শতাংশ কম পাওয়ার খরচ করবে এবং ৪৬ শতাংশ বেশি পারফরমেন্স প্রদান করবে। থাকছে ৩৩ ওয়াটের ডার্ট চার্জার, ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, ৯০ হার্টজের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিভাইসটি পাঁচটি স্তরের রিফ্রেশ রেট সাপোর্ট করে। রয়েছে হাই-রেস ডুয়েল স্টেরিও স্পিকার। ফলে অসাধারণ অডিও কোয়ালিটি উপভোগ করা যাবে।

    স্মার্টফোনটি ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের ফোনটি অনেক পাতলা এবং হালকা। দিচ্ছে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা যা দারুণ ডিটেইলের ছবি তুলতে সক্ষম। অন্যান্য ফটোগ্রাফি ফাংশন যেমন নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি; ব্যবহারকারীদের ক্রিস্পি ছবি তুলতে সাহায্য করে।

    রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দুটি সংস্করণ রয়েছে। একটি ভ্যারিয়েন্টে রয়েছে ৬ জিবি র‌্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক এ দু’টি রঙে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: https://www.realme.com/bd/realme-9i

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.