Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ‘রিয়েলমি সি ১৫’ পিকাবুতে প্রি-অর্ডার

    সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি ১৫ কোয়ালকম এডিশনের স্মার্টফোনটি উন্মোচন করেছে। দেশের বাজারে এ স্মার্ট ডিভাইসটির দু’টি সংস্করণ (৪/৬৪জিবি ও ৪/১২৮জিবি) পাওয়া যাবে। ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট রমের সংস্করণের রিয়েলমি সি ১৫-কোয়ালকম এডিশনটি ১৮ নভেম্বর থেকে ই-কমার্স সাইট পিকাবু থেকে প্রি-অর্ডার করা যাবে।বিশেষ মূল্যে স্মার্টফোনটি পিকাবুতে পাওয়া যাবে মাত্র ১৩,৪৯০ টাকায়। স্মার্টফোনটি ক্রয়ের জন্য কেনার ক্লিক: https://rebrand.ly/realme_C15_Pickaboo

    রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন ডিভাইসটিতে রয়েছে হাই স্ক্রিন-টু-বডি রেশিওসহ ৬.৫ ইঞ্চির এলসিডি ফুল স্ক্রিন, ৬০০০এমএএইচ ব্যাটারি,১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি। ডিভাইসটিতে রয়েছে দু’টি রঙ- মেরিন ব্লু ও সিগাল সিলভার। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ এইট-কোর প্রসেসর, ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম, মেইন ফ্রিকোয়েন্সি ১.৮ গিগাহার্টজ, সুপার নাইটস্কেপ মোডসহ ১৩ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা, ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড এবং হার্ডওয়্যার-লেভেল পোর্ট্রেট ব্লারিং ইফেক্ট পোর্ট্রেট মোড। ডিভাইসটির ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছবি তোলার জন্য  ইউজ জেসচার, এআই বিউটি, ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিংকে  সমর্থন করে। স্মার্টফোনটির ৪ গিগাবা্ইট+৬৪ গিগাবাইট সংস্করণের মূল্য ১২,৯৯০ টাকা এবং ৪ গিগাবাইট+১২৮ গিগাবাইট সংস্করণের মূল্য ১৪,৪৯০ টাকা। কেনার জন্য ক্লিক: https://realmebd.com/brandshop/

    বৈশ্বিকভাবে ৫ কোটি স্মার্টফোন গ্রাহকের পরিবারে পরিণত হওয়া উপলক্ষ্যে রিয়েলমি দারাজের ১১.১১ ক্যাম্পেইনে সুপার ফ্যানফেস্ট সেল-এর ঘোষণা দেয়। ফ্যানদের জন্য ছিল বিশেষ মূল্যে স্পেশাল রিয়েলমি স্মার্টফোন কেনার সুযোগ। ১১.১১ ক্যাম্পেইনে ২৪ ঘন্টারও কম সময়ে রিয়েলমির ১০,০০০ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়, যা ১১.১১ ক্যাম্পেইনে দারাজের মোবাইল ক্যাটাগরিতে সর্বোচ্চ পরিমাণ বিক্রির মাইলফলক।

    এ প্রসঙ্গে রিয়েলমি গ্লোবালের ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, ফ্যানদের থেকে এমন দারুণ সাড়া পেয়ে আমরা রোমাঞ্চিত। আমরা সবসময়ই উদ্ভাবনী ব্র্যান্ড হতে এবং তরুণদের জন্য দারুণ স্মার্ট ডিভাইস নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। সুপার ফ্যান ফেস্ট চলাকালে দারাজে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি আর এরই ধারাবাহিকতায় পিকাবুতেও সি ১৫ কোয়ালকম সংস্করণের প্রি-অর্ডারের ঘোষণা দিয়েছি। বাংলাদেশের ক্রেতাদের জন্য আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ও সেরা অফার নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি, ‘১+৪+১’ কৌশল অবলম্বন করে রিয়েলমি বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। যার মাধ্যমে রিয়েলমি স্মার্টফোনকে কেন্দ্রে রেখে একটি ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে। যেখানে তরুণদের জন্য অন্যান্য নতুন (এন) এআইওটি পণ্য চারটি সেকশনে থাকবে, যাতে তারা তাদের সৃষ্টিশীলতা তুলে ধরতে পারে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.