ক.বি.ডেস্ক: শখ করে রাতের শহরের সঙ্গে কিংবা পার্টিতে বন্ধুদের সঙ্গে হয়তো একটি সেলফি তুললেন, পরে দেখা গেলো ছবিতে কোনো ডিটেইলই নেই। সামনের মুখটি দেখা গেলেও, বাকি মুখগুলো অন্ধকার, অস্পষ্ট। রাতে বা যেকোনো অন্ধকার জায়গায় ছবি তুলতে এমনি বেগ পেতে হয় স্মার্টফোন ব্যবহারকারীদের। এই সমস্যার সমাধানে স্মার্টফোন ব্যবহারকারীদের অধিকাংশই ব্যবহার করে থাকেন ফ্ল্যাশলাইট, নাইট সেলফি ক্যামেরার মতো প্রযুক্তি। তবে এতেও সমস্যার ঠিক সমাধান হয় না। ফ্ল্যাশলাইটে ছবি বা চোখ ঝলছে যাবার ঘটনাও খুব অহরহই।
তবে এবার নতুন একটি প্রযুক্তি নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো আনছে ডুয়েল স্পটলাইট প্রযুক্তি। ভিভোর নতুন স্মার্টফোন ভি২১ এ যুক্ত হবে এই প্রযুক্তি। ডিসপ্লের একেবারে ওপরে যুক্ত করা হয়েছে দুটি লাইট। অন্ধকার অবস্থায় সেলফি তোলার আগে এই স্পটলাইটগুলো জ্বালিয়ে নিলেই পরিস্কার ও ডিটেইলসহ চমতকার সেলফি পাওয়া যাবে। ফ্ল্যাশলাইটের মতো হঠাত করে জ্বলে না বলে, এতে ঝাপসা বা চোখ বন্ধ ছবিও আসবে না। ডুয়েল স্পটলাইটের কারণে এই স্মার্টফোনে তোলা ছবি ১৫ লাক্স পর্যন্ত উজ্জল হবে।
ছবি তোলা ছাড়াও ডুয়েল স্পটলাইট ব্যবহার করা যাবে আরও তিনটি অ্যাপ- হোয়াটস অ্যাপ, ম্যাসেঞ্জার এবং ইন্সটাগ্রামেও। ভিডিও কলে কথা বলার সময় তাই অন্য কাউকে বিরক্ত না করেও স্পষ্ট যোগাযোগ করা সম্ভব হবে। এ দুটি স্পটলাইট ব্যবহারের জন্য কোনো বাড়তি জায়গা নেয়নি ভিভো। ভি২১ এর ব্যাজেলের ওপরেই এমনভাবে লাইট দুটো বসানো হয়েছে, যাতে একটুও কমেনি স্মার্টফোনের সৌন্দর্য।
ডুয়েল স্পটলাইটসহ আরও বেশ কিছু প্রযুক্তির কারণে ইতোমধ্যেই ভিভো ভি২১ সাড়া জাগিয়েছে পার্শবর্তী দেশগুলোতে। এবার বাংলাদেশেও আসছে ভিভোর নতুন এই স্মার্টফোন। তবে কবে নাগাদ স্মার্টফোনটি দেশের বাজারে আসবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ভিভো বাংলাদেশ।