Thursday, December 26, 2024
More

    সর্বশেষ

    ভালোবাসা দিবসে আসছে ‘রিয়েলমি ৯আই’

    ক.বি.ডেস্ক: আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দেশের বাজারে আসছে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের ফোন ‘‘রিয়েলমি ৯আই’’। অনলাইনে সরাসরি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করে রিয়েলমি ৯আই জিতে নেয়ার জন্য ক্লিক: https://www.facebook.com/realmeBD

    রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ৯আই’তে থাকছে দুর্দান্ত প্রসেসর। এই নতুন চিপসেটটি ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটারের প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কার্যক্ষমতা প্রদান করে। স্ন্যাপড্রাগন ৬৮০ এর সিপিইউ পারফরম্যান্স, দ্রুতগতিতে লঞ্চ, ঝামেলাহীন অ্যাপ্লিকেশন এবং নির্বিঘ্নে পেজ লোডিংয়ের সক্ষমতা ২৫ শতাংশ বেশি। এ ছাড়াও, জিপিইউ পারফরম্যান্স ১০ শতাংশ বৃদ্ধির সঙ্গে, ডিভাইসটি উন্নত ফ্রেম রেট এবং অনায়াসে গেম খেলার অভিজ্ঞতা প্রদান করে।

    রিয়েলমি ৯আই এই সেগমেন্টের প্রথম ৩৩ ওয়াট ডার্ট চার্জিং স্পেসিফিকেশনের স্মার্টফোন হতে যাচ্ছে। থাকছে হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ডুয়েল স্টেরিও স্পিকার। দারুণ সব মুহূর্ত ক্যামেরাবন্দী করতে রয়েছে নাইটস্কেপ ক্যামেরা৷ নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটির মতো ট্রেন্ডি ফটোগ্রাফি ফাংশন প্রতিটি ছবিকে করে তুলবে আরও অসাধারণ।

    রিয়েলমি তাদের উন্নত ১+৫+টি কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে দারুণ সব স্মার্টফোনের সঙ্গে রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.