Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    দেশে উন্মোচিত হলো রিয়েলমি ৮ প্রো ও রিয়েলমি সি২১

    ক.বি.ডেস্ক: প্রযুক্তিপ্রেমী তরুণদের চাহিদা মেটাতে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করেছে ‘রিয়েলমি ৮ প্রোা’ এবং ‘রিয়েলমি সি২১’ এই দুটি স্মার্টফোন। রিয়েলমি ৮ প্রো ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ভ্যারিয়েন্টটি ইনফিনিট ব্লু এবং ইনফিনিট ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯০ টাকায়। রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই রঙে ৪ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯০ টাকায়। সি২১ এর ৩ গিগাবাইট ও ৩২ গিগাবাইট ভ্যারিয়েন্টটি খুব শিগগিরই সারাদেশে পাওয়া যাবে।

    রিয়েলমি ৮ প্রো রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ৯ এপ্রিল পর্যন্ত। প্রি-অর্ডারের সঙ্গে পাওয়া যাবে লিমিটেড এডিশন গিফট বক্স, ব্যাগ, ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। প্রি-অর্ডার করার জন্য ক্লিকঃ https://rebrand.ly/Pre_Order_realme_8Pro। পাশাপাশি, রিয়েলমি ৮ প্রো স্পেশাল প্রাইজে ১০০০ টাকা কমে মাত্র ২৬,৯৯০ টাকায় ৯ এপ্রিল পর্যন্ত  দারাজ, ইভ্যালি, পিকাবু, জিঅ্যান্ডজি, ধামাকা থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০০০ টাকা মূল্যছাড়, ১০,০০০ টাকা পর্যন্ত লাইফস্টাইল গিফট কার্ড এবং ইএমআই সুবিধা। এ ছাড়াও রিয়েলমি সি২১ শুধুমাত্র দারাজে স্পেশাল প্রাইজে মাত্র ১১,৪৯০ টাকায় কেনা যাবে ৪ এপ্রিল দুপুর আড়াইটা থেকে। স্মার্টফোন দুটি কেনার জন্য রিয়েলমি ব্র্যান্ডশপ ভিজিট করুন:  https://realmebd.com/brandshop/

    রিয়েলমি ৮ প্রো স্মার্টফোন: রিয়েলমি ৮ প্রো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির এক প্রদর্শনীর মধ্য দিয়ে উন্মোচন করা হয়। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০ ওয়াটের সুপারডার্ট চার্জ থাকায় ফোনটি ০-৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৭ মিনিট। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরায় আছে তৃতীয় প্রজন্মের আইসোকেল এইচএম২ সেন্সর, ১/১.৫২ ইঞ্চির বৃহত সেন্সর এবং ১২০০০×৯০০০ রেজ্যুলেশন। এফ/২.২৫ অ্যাপারচার, ৮ মেগাপিক্সেল রেজ্যুলেশন এবং ১১৯° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকছে। সুপার নাইটস্কেপ, ৩এক্স ইন-সেন্সর জুম, স্টারি টাইম ল্যাপস ভিডিও এবং টিল্ট-শিফট মোড রয়েছে।

    ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লের সঙ্গে রয়েছে সর্বোচ্চ গতিসম্পন্ন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টারি মোড, টিল্ট শিফট মোড এবং ১৬ মেগাপিক্সেল ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা। এর ওজন মাত্র ১৭৬ গ্রাম আর পুরুত্ব ৮.১ মিমি। ফোনটি ইনফিনিট বোল্ড ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এতে এজি-ক্রিস্টাল প্রসেস প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে রিয়েলমি ইউআই ২.০, অ্যান্ড্রয়েড ১১, সঙ্গে থাকছে নতুন ইউআইতে ১০০টিরও বেশি কাস্টমাইজেশনের সুবিধা।

    রিয়েলমি সি২১ স্মার্টফোন: রিয়েলমি সি২১-এ রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটি রিভার্স চার্জিং ক্ষমতাসম্পন্ন। সুপার সেভিং মোড চালু রাখলে ফোনটি ৪৭দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। বিশেষ ওটিজি রিভার্স চার্জযুক্ত রিয়েলমি সি২১ হলো ব্যাটারি লাইফ সেভার। হেলিও জি৩৫ ১২ ন্যানোমিটার অক্টা-কোর ৬৪বিট প্রসেসরযুক্ত রিয়েলমি সি২১ এ রয়েছে ১৩ মেগা পিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১৩ মেগা পিক্সেলের ইমেজ সেন্সর এবং এফ/২.২ অ্যাপারেচর।  এ ছাড়া সি২১ পিডিএএফ সমর্থন করে, যার ফলে ফোকাস আরও দ্রুত ও নির্ভুল হয়। ঝকঝকে সেলফি তুলতে এর রয়েছে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১০ এর ওপর ভিত্তি করে তৈরি স্মুথ এবং ফাস্ট রিয়েলমি ইউআই উন্নতমানের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার প্রদান করবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.