Tuesday, December 24, 2024
More

    সর্বশেষ

    দারাজে ‘নারজো ২০’ দুই মিনিটেই বিক্রি ২ হাজার ডিভাইস!

    ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে আবারও দুর্দান্ত এক অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ। চলতি বছরের এই অফারটিতে দারাজ স্মার্টফোনপ্রেমীদের জন্য রিয়েলমি নারজো ২০ হ্যান্ডসেটটি উন্মোচন করেছে। প্রথম অনলাইন সেলে ডিভাইসটি ১৩,৪৯০ টাকায় কেনা যাবে। হ্যান্ডসেটটি দারাজের মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে (daraz.com.bd) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দারাজে অনলাইন সেলটি শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যায় রিয়েলমি নারজো ২০ -এর ২ হাজারট ডিভাইস। যা এই ডিভাইসটিকে দারাজে বিক্রি হওয়া ফাস্টেস্ট-সেলিং গেমিং স্মার্টফোনে পরিণত করেছে।    

    দীর্ঘ সময় ধরে গেম খেলার জন্য রিয়েলমি নারজো ২০ ডিভাইসটিতে রয়েছে হিলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর। রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জিং প্রযুক্তি।  ডিভাইসটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা। যারা স্মার্টফোনের ডিসপ্লেতে অসাধারণ কনটেন্ট উপভোগ করতে চান তাদের জন্য ডিভাইসটিতে রয়েছে উন্নতমানের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি। ডিভাইসটি ‍দু’টি রঙে দারাজে পাওয়া যাচ্ছে- সিলভার সোর্ড এবং ব্লু ব্লেড। ডিভাইসটির বাজারমূল্য ১৩ হাজার ৯৯০ টাকা। 

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.