দেশের বাজারে নতুন আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ভিভো ভি২০এসই’ আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সম্প্রতি ভিভো ভি২০এসই আনার ঘোষণা দেয় ভিভো বাংলাদেশ। বাজারে বর্তমানে ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জের যেসব স্মার্টফোন রয়েছে সেগুলোর চাইতে ভিভো ভি২০এসই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলেও জানানো হয়।
ভিভো ভি২০এসইতে যুক্ত করা হয়েছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। এ ছাড়াও ৮ জিবি র্যামের সঙ্গে ফোনটিতে যুক্ত করা হয়েছে ১২৮ জিবি রম যা ১ টেরাবাইট (টিবি) পর্যন্ত বাড়ানো যাবে। ফলে এখন এক স্মার্টফোনেই বিপুল পরিমাণ মেমোরি থাকছে। ইচ্ছেমত অ্যাপ রাখাসহ মুভি-মিউজিক সংগ্রহ করে রাখতে এখন কোনো সমস্যা হবে না। স্মার্টফোনটির সামনে একটি ও পেছনে চারটি ক্যামেরা রয়েছে। এ ছাড়াও ভিভো ভি২০এসইতে থাকবে আলট্রা গেমিং মোডসহ গেমিং কি বোর্ড।