Thursday, January 23, 2025
More

    সর্বশেষ

    টেকনো স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি ভার্সন

    ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড টেকনো আবারও বাজারে নিয়ে এসেছে ‘‘স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি’’ ভার্সন। তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখেই টেকনো স্পার্ক ৮ প্রো’র নতুন ভার্সন বাজারে আনা হয়েছে। স্মার্টফোনটি অনন্য ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সের পাশাপাশি একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।

    স্পার্ক ৮ প্রোর ৪ জিবি ভার্সন: স্মার্টফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরাসুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ। রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ওয়াট ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জার দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম। ডুয়েল কালার স্প্রে গ্রেডিয়েন্ট সমৃদ্ধ ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম এবং ট্রেন্ডি করে তুলেছে। দুটি কালারে পাওয়া যাবে এই ফোন। বাজারমূল্য মাত্র ১৫,৪৯০ টাকা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.