Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণ বাজারে

    ক.বি.ডেস্ক: সম্প্রতি স্যামসাং বাংলাদেশ গ্যালাক্সি এ১২ এর নতুন ৪/৬৪ জিবি সংস্করণ উন্মোচন করেছে। নতুন সংস্করণটি এখন নীল ও লাল এ দু’টি রঙে স্যমসাংয়ের সকল অফিশিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির বাজার মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা। বিস্তারিত: www.samsung.com

    স্যামসাং গ্যালাক্সি এ১২ ৪/৬৪ জিবি সংস্করণ: স্যামসাং এখন এ মডেলের ৬৪ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ ৪ গিগাবাইট র‍্যামের সংস্করণটি বাজারে এনেছে। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সমৃদ্ধ এতে আছে অক্টাকোর ২.৩ গিগাহার্টজ প্লাস ১.৮ গিগাহার্টজ ফিচার। স্মার্টফোনটিতে (৭২০x১৬০০) ইনফিনিটি-ভি ডিসপ্লেসহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে রয়েছে। রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট (ইউএসবি টাইপ-সি)।

    এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরায় চমতকার নিখুঁত ছবি তুলে ব্যবহারকারীরা তাদের সুন্দর সময়গুলোকে স্মরণীয় করে রাখতে পারবেন। ব্যবহারকারীদের দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে এ মোবাইলে আছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো, ২ মেগাপিক্সেল ডেপথ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়াও এ মোবাইলে ৩-স্লট ডুয়াল সিম সাপোর্টসহ ডলবি এটমস, এআর ইমোজি, ডিসকর্ড, সিকিউর ফোল্ডার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলো রয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.