Thursday, December 26, 2024
More

    সর্বশেষ

    কালার চেঞ্জিং গ্লাস বডির ‘ভিভো ভি২৩ ৫জি’

    ক.বি.ডেস্ক: ভিভো’র নতুন চমক ‘‘ভিভো ভি২৩ ৫জি’’ প্রি-বুকিং শেষে আজ শনিবার (২২ জানুয়ারি) থেকে দেশের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। নিখুঁত সেলফির নতুন এই স্মার্টফোনটি কালার চেঞ্জিং গ্লাস বডির এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার।স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড দু’টি রঙ্গে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

    ভিভো ভি২৩ ৫জি: নতুন এই মডেলে ৫জি নেটওয়ার্কের পাশাপাশি নতুন সংযোজন এর কালার চেঞ্জিং বডি। দেশের তরুণদের ফ্যাশনেবল লাইফস্টাইলকে মাথায় রেখে এই কালার চেঞ্জিং গ্লাস বডির স্মার্টফোন এনেছে ভিভো। সূর্যরশ্মিতে গেলে স্মার্টফোনটি নীলাভ সবুজ এবং সোনালী রঙ্গে বদলাতে থাকবে। এতে দু’টি ফ্রন্ট ক্যামেরাযুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রেইট সেলফি ক্যামেরা এবং অন্যটি ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

    ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে আইসোসেল ৩.০ প্রযুক্তি রয়েছে; যা কম আলোতেও সুন্দর ও স্বচ্ছ ছবি তুলতে সহায়তা করবে। আই অটোফোকাস প্রযুক্তি ছবির বিষয়বস্তুতে ফোকাস ধরে রাখতে সহায়তা করবে, ফলে বারবার ফোকাস করতে হবে না। পারফেক্ট গ্রুপ ফটো তুলতে কাজ করবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরাটি; এই সেলফি ক্যামেরাটি ১০৫ ডিগ্রি পর্যন্ত ধারণ করতে পারে। এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট মোড থাকায় স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে রাতের অসাধারণ ছবিও ধারণ করা যাবে।

    স্মার্টফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। বডিতে মেটাল ফ্ল্যাট ফ্রেম এবং কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির র‌্যাম ৮ গিগাবাইট, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রম ১২৮ গিগাবাইট। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি এবং ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। রয়েছে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১২।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.