ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সি সিরিজের ফোনগুলোর মধ্যে অন্যতম রিয়েলমি সি২৫ওয়াই। স্মার্টফোনটি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এন্ট্রি-লেভেলে দুর্দান্ত সব ফিচারের সমন্বয়ের কারণে রিয়েলমির সি সিরিজের ফোনগুলো তরুণের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। তরুণেরা সাধারণত তাদের স্মার্টফোনে চমকপ্রদ সব ফিচারসহ এক ফোনেই সব সুবিধা চান। তাদের এ চাহিদা পূরণ করেছে সি সিরিজ।
রিয়েলমি সি সিরিজে বেশকিছু স্মার্টফোন রয়েছে, যেখানে দুর্দান্ত সব ফিচারের সঙ্গে সাশ্রয়ী মূল্যের সমন্বয় করা হয়েছে।সি৩১, সি৩৫ এবং সি২৫ওয়াই। এর মধ্যে সি২৫ওয়াই স্মার্টফোনটি এর দুর্দান্ত সব ফিচারের কারণে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
সি২৫ওয়াই
স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের কুইক চার্জ এবং সুপার পাওয়ার সেভিং মোড। ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটাপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের (এফ/১.৮) প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের (এফ/২.৪) বিঅ্যান্ডওব্লিউ (সাদা-কালো) লেন্স এবং ২ মেগাপিক্সেলের (এফ/২.৪) ম্যাক্রো লেন্স।ব্যবহারকারীরা যেন স্মার্টফোন ব্যবহারের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পান সেজন্য ফোনটিতে রয়েছে ১২ এনএম-এর অক্টাকোর প্রসেসর। গুরুত্বপূর্ণ সব তথ্য নিশ্চিন্তে স্মার্টফোনে সংরক্ষিত রাখতে ফোনটিতে রয়েছে ৬৪ জিবি রম, সঙ্গে থাকছে ৪ জিবি র্যাম।রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ।
এ সকল ফিচারের কারণে রিয়েলমি সি২৫ওয়াই ফোনটি এন্ট্রি-লেভেলের সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে সেরা হিসেবে দেশব্যাপী ব্যবহারকারীদের মন জয় করেছে। এ স্মার্টফোনটির বাজারমূল্য মাত্র ১৩,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। বিস্তারিত: https://www.realme.com/bd/realme-c25-y