Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ইনফিনিক্স হট ১০ এখন বাজারে

    গেমিংয়ের দারুণ অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স হট সিরিজের সবশেষ মডেল ‘হট ১০’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। গেম চেঞ্জার হিসেবে ৫২০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়া টেক হেলিও জি৭০ প্রসেসরের নতুন ফোন হট ১০ নিয়ে আসছে চীনের শেনজেন শহর-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি। অবসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জেডে রঙের এ ফোনটি বাজারে এসেছে। ৪ জিবি ও ১২৮ জিবি দুটি সংস্করণে আসা এই ফোনটি বাংলাদেশের বাজারে কিনতে খরচ পড়বে ১২ হাজার ৯৯০ টাকা।

    গেমিংয়ে অভিজ্ঞতা দেয়ার জন্য ইনফিনিক্স হট ১০-এ ৬.৫৮ ইঞ্চি এইচডি+প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত এই ফোনটিতে ৫২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩৪ দিন স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা দিবে। এতে ডুয়েল ফ্ল্যাশসহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং কোয়াড ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ব্যবহার করে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.