ক.বি.ডেস্ক: অপো দেশের বাজারে নিয়ে আসছে ‘এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ’। মে মাসের শুরুর দিকে ফোনটি বাংলাদেশে বাজারে আসার কথা রয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে সীমিত আকারে ফোনটি দেশের বাজারে আনার কথা রয়েছে। শাওয়াল মাসের চাঁদের রঙের সঙ্গে মিল রেখে ক্রিস্টাল সিলভার কালারে ফোনটি বাজারে আনবে অপো। রেনো গ্লো ইফেক্টের ফোনটি মানুষের মধ্যে ঈদের আমেজকে আরও বাড়িয়ে দিবে। ফোনটির বাজার মূল্য ২৮,৯৯০ টাকা।
এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ: স্মার্টফোনটির এআই কালার পোর্ট্রেট ভিডিও মোডের সঙ্গে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। একইসঙ্গে ফোনটির রিয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা যাবে। পুরো ক্যামেরা দুই ভাগে ভাগ হয়ে একাংশে ফ্রন্ট এবং অন্য অংশে রিয়্যার ক্যামেরায় ভিডিও দেখা যাবে। কোয়াড ক্যামেরা সেট-আপের ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে সেলফি তোলা যাবে। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক চার্জার। মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ৩.২ ঘণ্টা কথা বলা যাবে। ৬.৪৩ ইঞ্চি আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পূরুত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। ফোনটিতে রয়েছে মিডিয়া টেক হেলিও পি৯৫ প্রসেসর, ৮ গিগাবাইট জিবি র্যাম এবং ১২৮ গিগাবাইট রম। কালারওএস ১১.১ ইউজার ইন্টারফেস সমর্থিত এফ১৯ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।