ক.বি.ডেস্ক: একসঙ্গে পথচলার তিন বছর পার করলো অপো ও লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট। এই উদযাপনের অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি ‘‘লন্ডন ডিজাইন ফেস্টিভ্যাল’’ এ বেশকিছু উদ্ভাবনী স্টুডিও প্রজেক্ট প্রদর্শন করেছে। ‘দ্য নিউ এক্সটাঅর্ডিনারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৮-২৬ সেপ্টেম্বর লন্ডনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
ইভেন্টে স্নাতক শিক্ষার্থীরা তাদের নানাবিধ সৃজনশীল কাজ তুলে ধরেন। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে রয়েছে আরনাউ ডোনেট ডাচ, মারকো দা এবং ইলাদা কাল প্রেজেন্ট সি-আর্থ। সি-আর্থ হচ্ছে এমন একটি প্রজেক্ট যা স্থানীয়ভাবে বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণে সাহায্য করবে। থ্রি ডুডল নামের প্রজেক্টটি শিশুদের জন্য শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং অরা প্রজেক্টটি যারা নিয়মিত যোগ ব্যয়াম করেন ডিভাইসের মাধ্যমে সাহায্য করে থাকে।
এ সম্পর্কে অপো লন্ডন ডিজাইন সেন্টারের প্রধান জিনটং ঝু বলেন, এই প্রোগামের মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে মেধাবী ও রোমাঞ্চপ্রিয় তরুণদের সঙ্গে সাক্ষাত্ ও কাজের সুযোগ পাই। আমরা চাই এই তরুণরা প্রশ্ন করুক কিভাবে আমরা করোনা পরবর্তী সময়ে অপ্রত্যাশিত বৈশ্বিক পরিবেশে কাজ করছি।