Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    অপো’র ঈদ ধামাকা অফার!

    ক.বি.ডেস্ক: মহামারির এই কঠিন সময়ে আসন্ন ঈদকে আরও রঙিন করে তুলতে দুর্দান্ত অফার নিয়ে এসেছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। এসব অফারের মধ্যে রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ডাটা বান্ডেল অফার এবং বিভিন্ন মডেলের স্মার্টফোনে মূল্যছাড়। অফারটি চলবে ঈদের দিন ২১ জুলাই পর্যন্ত্।

    অপো’র ঈদ ধামাকা অফারে অপোর বিভিন্ন মডেলের হ্যান্ডসেট ক্রয়ে লটারিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ভাগ্যবান হলে লটারিতে মোটরবাইক, টিভি, অপো ওয়াচ, এনকো ডব্লিউ ১১ ইয়ারফোন জেতার সুযোগ রয়েছে। তা ছাড়া ক্যাশব্যাক ও ডাটা বান্ডেল পাবারও সুযোগ রয়েছে। আরও রয়েছে অপো এফ১৯ প্রো ক্রয়ে মূল্যছাড় ২৮,৯৯০ টাকার পরিবর্তে ২৬,৯৯০ টাকায় ও রেনো ৫ এর সঙ্গে ফ্রি ব্লুটুথ স্পিকার। অপো এ১৫, এ১৫এস, এ৫৩, রেনো ৫ ও এফ১৯ সিরিজের ফোনগুলো ক্রয়ে লটারিতে অংশগ্রহণ করে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত্ ক্যাশব্যাক ও ডাটা বান্ডেল অফার পেতে পারেন।

    রবি ও এয়ারটেল গ্রাহকরা এ১৫, এ১৫এস, এ৫৩ অথবা এফ১৭ ক্রয়ে ১০ জিবি এবং এফ১৭ প্রো, এফ১৯, এফ১৯ প্রো এবং রেনো ৫ ক্রয়ে ১২ জিবি ডাটা প্যাক পাবেন। বাংলালিংক গ্রাহকরা এ১৫, এ১৫এস, এ৫৩, এফ১৭, এফ১৭ প্রো, এফ১৯, এফ১৯ প্রো এবং রেনো ৫ ফোন ক্রয়ে পাবেন ১২ জিবি ডাটা প্যাক।

    মহামারির এই সময়ে আপনি চাইলে অনলাইনেও যেকোনো কেনাকাটা করে নিতে পারেন  https://support.oppo.com/bd/ এই ঠিকানায় ভিজিট করে। অপোর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.oppo.com/bd/) লাইভ চ্যাটের সুবিধা অথবা হটলাইনে  (+৮৮০৯৬১০৯৯৭৭৯১) কলের সুবিধা তো রয়েছেই।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.