Saturday, January 11, 2025
More

    সর্বশেষ

    অনর ফাইভটি প্রো স্মার্টফোন

    ক.বি.ডেস্ক: নতুন স্মার্টফোন ‘ফাইভটি প্রো’ নিয়ে এসেছে অনর।মিডিয়াটেকের হেলিও জি৮০ গেমিং প্রসেসরের স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ম্যাজিক ইউআই ৪.০ অ্যান্ড্রয়েড ভার্সন ১০। ৬ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। এ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। বাজারে ম্যাজিক নাইট ব্ল্যাক ও টাইটেনিয়াম সিলভার দুই রঙে ফোনটি পাওয়া যাবে।

    ফাইভটি প্রো: ফোনটিতে  ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রেজ্যুলেশ ১০৮০x২৪০০ পিক্সেল।ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপর মাঝামাঝি অবস্থানে হোল পাঞ্চ কাট রয়েছে।এতে মিডিয়াটেকের হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ৮ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।ফোনটির পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ১.৯ অ্যাপারচার লেন্সের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ও ২.৪ অ্যাপারচার লেন্সের ২ মেগাপিক্সেলের ডেপখ সেন্সর রয়েছে।ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

    স্মার্টফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। যা ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৩ শতাংশ চার্জ দেয়া সম্ভব।এ স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস ও গ্রাভিটি সেন্সর রয়েছে। 

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.