Wednesday, December 18, 2024
More

    সর্বশেষ

    আইফোন ১৪ তৈরিতে ২০ শতাংশ বেশি খরচ

    প্রচারণা ডটকম : আইফোন তৈরির খরচ এবার সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। নিক্কেই এশিয়া জানিয়েছে, গত বছরের আইফোন ১৩ এর খরচের বেশি এবার আইফোন ১৪ তৈরিতে ২০ শতাংশ খরচ বেশি হয়েছে। খবর জিএসএম এরিনা।

    খবরে বলা হয়, আইফোন ১৪ প্রো ম্যাক্স তৈরিতে খরচ হয়েছে ৫০১ ডলার, যা আগের সংস্করণের তুলনায় ৪০ ডলার বেশি। তবে এই খরচের পিছনে কারণ হলো এর এ১৬ বায়োনিক চিপ। শুধুমাত্র এই চিপের মূল্য ১১০ ডলার।

    ২০১৮ সালে প্রথম প্রো ম্যাক্স আনার পর ক্ষেত্রে সেটির খরচ মূল্য ৪০০ থেকে ৪৫০ ডলারের মধ্যে ছিলো।

    এ১৬ বায়োনিক চিপের মূল্য আগের এ১৫ বায়োনিক চিপের তুলনায় ২.৪ গুন বেশি। নতুন আইফোনের নন-প্রো মডেল আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসেও এই চিপ ব্যবহার করা হয়েছে।

    চিপ ছাড়াও খরচ বৃদ্ধির আরেকটি কারণ হলো সনির নতুন সিমস সেন্সরের দাম। আকারে ৩০ শতাংশ বাড়লেও দামে ৫০ শতাংশ বেড়েছে এই সেন্সরের মূল্য।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.