Friday, December 27, 2024
More

    সর্বশেষ

    হুয়াওয়ে মেট ৭০ স্মার্টফোন উন্মোচন

    প্রচারণা ডটকম: চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস মঙ্গলবার তাদের মেট ৭০ স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে। এই স্মার্টফোনটি হুয়াওয়ের প্রিমিয়াম ক্যাটেগরিতে একটি শক্তিশালী প্রত্যাবর্তনের প্রতীক। এটি হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএস নেক্সট-এ পরিচালিত, যা মার্কিন প্রযুক্তি ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে।

    হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ এই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “মেট ৭০ আমাদের তৈরি করা সবচেয়ে শক্তিশালী মেট ফোন।”

    প্রথমবারের মতো মেইনস্ট্রিম স্মার্টফোন হিসেবে হুয়াওয়ে মেট ৭০-তে স্যাটেলাইট পেজিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে। রয়েছে উন্নত প্রসেসরসহ আগের মডেলের তুলনায় ৪০ শতাংশ বেশি পারফরম্যান্স।

    এই উদ্বোধন এমন সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ২০০টি চীনা চিপ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে।

    ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ে গুগল সার্ভিস থেকে বঞ্চিত হওয়ার পর হারমোনিওএস চালু করে। নতুন হারমোনিওএস নেক্সট সংস্করণে ১৫,০০০টিরও বেশি অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত হয়েছে এবং আগামী মাসগুলোতে তা এক লাখ অ্যাপ্লিকেশনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.