Thursday, March 6, 2025
More

    সর্বশেষ

    ম্যাজিক সিরিজে ৭ বছর আপডেট দেবে অনার

    প্রচারণা ডটকম: প্রযুক্তি ব্র্যান্ড অনার এর ফ্ল্যাগশিপ ম্যাজিক সিরিজের জন্য সাত বছরের অ্যান্ড্রয়েড ওএস ও নিরাপত্তা (সিকিউরিটি) আপডেট প্রদান করবে। সাম্প্রতিক একটি ঘোষণা অনুযায়ী, ইউরোপের (ইইউ) ব্যবহারকারীরা প্রথমে এই আপডেট সাপোর্ট সুবিধা পাবেন, যা পরবর্তীতে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্যও অফার করা হবে।

    অনার আলফা প্লান-এর অংশ হিসেবে ঘোষিত এই বর্ধিত সাপোর্ট ফ্ল্যাগশিপ ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ এআই উদ্ভাবনের সুবিধা গ্রহণ এবং দীর্ঘ সময়ের জন্য সুরক্ষিত থাকতে সাহায্য করবে।

    অনার-এর সিইও জেমস লি বলেন, “অনার আলফা প্লান ভবিষ্যতে পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে গ্রাহক-কেন্দ্রিক অ্যাপ্রোচের (নীতি) ওপর জোর দেয়। এই গ্রাহক-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে আমরা ম্যাজিক সিরিজের জন্য সাত বছরের অ্যান্ড্রয়েড ওএস ও নিরাপত্তা আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আমাদের ফ্ল্যাগশিপ বার ফোন এবং ফোল্ডেবল ফোনও অন্তর্ভুক্ত। অনার ম্যাজিক৭ প্রো দিয়ে গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন শুরু হবে।” 

    শুধুমাত্র একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানিতে রূপান্তরিত হওয়ার লক্ষ্যে আলফা প্লান গ্রহণ করেছে অনার। এই দূরদর্শী পরিকল্পনায় তিনটি ধাপ রয়েছে; যার মাধ্যমে অনার নতুন একটি ইন্টেলিজেন্ট বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। আলফা প্লানে এই পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

    এই বর্ধিত সিকিউরিটি আপডেট টেকসই উন্নয়নের মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ডিভাইসের স্থায়িত্ব বা আয়ুষ্কাল বৃদ্ধি এবং ই-বর্জ্য হ্রাস করতে ভূমিকা রাখবে। এছাড়া, ব্যবহারকারীরা নিরাপদভাবে দীর্ঘসময় ধরে ডিভাইস ব্যবহার করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন অত্যাধুনিক এআই প্রযুক্তি সমর্থিত ফিচার।

    উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের বাজারে ২০২৪-এ বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী এই স্মার্টফোনটি উদ্ভাবনী ফিচারের মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। খুব শীঘ্রই অনার ম্যাজিক ভি৩ ব্যবহারকারীরাও এই নিরাপত্তা আপডেটটি পাবেন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.