টেকভিশন ডেক্স: করোনাকালীন এই সময়ে ঘরে বসে অনলাইনে বিকাশে পেমেন্ট করেই কোরবানির পশু কিনতে পারছেন গ্রাহক।
১১টি অনলাইন হাটের মধ্যে আজকের ডিল এবং বিক্রয় ডট কম থেকে সব জেলার, দারাজ থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এবং আমার হাট, বরেন্দ্র ট্রেডারস (গরুচাই ডট কম), ফিশ এক্সপার্ট লিমিটেড (ভালোজিনিস ডট কম), হাংরিনাকি, প্রিয়শপ, সাদিক এগ্রো, সবজিবাজার গরু হাট এবং ফার্মহাট থেকে শুধুমাত্র ঢাকার গ্রাহকরা পছন্দের পশু কিনে বিকাশে পেমেন্ট করতে পারছেন।
কেবল কোরবানির পশু কেনাই নয়, কসাই বুকিং থেকে হোম ডেলিভারি সেবার পেমেন্টও বিকাশ দিয়েই পরিশোধ করতে পারছেন গ্রাহক।
https://www.bkash.com/qurbani-hat এই লিংকে ক্লিক করে গ্রাহক বিকাশ পেমেন্ট করা যাবে এমন সবগুলো অনলাইন হাটের তালিকা পেয়ে যাবেন।
সংশ্লিষ্ট লিংকে বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করতে পারছেন গ্রাহকরা। বিক্রেতার নম্বরে কথা বলা বা কিছু ক্ষেত্রে ভিডিওতে পশু দেখার সুযোগও রয়েছে। যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহক।
সামাজিক দূরত্ব বজায় রেখে খুব সহজে ও নিরাপদে পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ থাকায় ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে সেবাটি জনপ্রিয় হয়ে উঠেছে।