Monday, November 24, 2025
More

    সর্বশেষ

    দেশের তরুণদেরকে সংস্কৃতিমুখী করতে নতুন উদ্যোগ ‘তারা’

    প্রচারণা ডটকম: সংস্কৃতি মানুষের জীবনধারার প্রতিফলন। একটি দেশের সংস্কৃতি সেই দেশের মেরুদন্ড। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতির ভূমিকা অপরিসীম। এটি একদিকে যেমন একটি প্রজন্মকে মানবিক হতে শেখায়; তেমনিভাবে সেই প্রজন্মকে দেশপ্রেমিক হতে শেখায়, দেশের প্রতি ভালোবাসা শেখায়। বাংলাদেশের সংস্কৃতিরও একটি সমৃদ্ধ ধারা রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আমাদের নতুন প্রজন্ম সংস্কৃতিবিমুখ হয়ে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিমুখী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রয়াস ‘তারা’। 

    গ্লো অ্যান্ড লাইভ ইস্পায়ার্ড স্লোগানকে সামনে রেখে আগামী ২৮ নভেম্বর রাজধানীর ক্যাফে ১৩৮ ইস্ট, গুলশান এভিনিউতে “তারা আনপ্লাগড” নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘তারা’র পথচলা।

    আয়োজকরা জানান, “তারা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকারী নয়; এটি একটি আন্দোলন- যেখানে সত্যিকারের শিল্প, সংস্কৃতি, আবেগ ও মানবিকতার মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিমুখী করে তোলার চেষ্টা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরাই আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, শিল্প, সঙ্গীত, ইতিহাস-ঐতিহ্য ও পারষ্পরিক সহযোগিতাই মানুষের মধ্যে আসল বন্ধন তৈরি করে। আপনারাও শারিরিকভাবে উপস্থিত থেকে কিংবা মানসিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগে শামিল হতে পারেন, যাতে আমরা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিমুখী করতে পারি।

    উদ্বোধনী আয়োজনে ঐদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপী বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মোজি অ্যান্ড কো–র শুভেন্দু দাস শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা- যারা তাদের আকুস্টিক রসায়ন ও কাব্যঘন পরিবেশনার জন্য সংগীতের জগতে সুপরিচিত। পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করবেন সমসাময়িক সংগীতের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী অনিমেষ রায়।

    আগামী বছর ‘তারা’ সাংস্কৃতিক উৎসব, করপোরেট প্রদর্শনী, সৃজনশীল সামাজিক সমাবেশসহ বিভিন্ন থিমভিত্তিক আয়োজন নিয়ে আসার পরিকল্পনা করেছে। প্রতিটি আয়োজনেই থাকবে তারার স্বকীয় আবেগ, সৃজনশীলতা ও নান্দনিকতার ছোঁয়া।

    বিস্তারিত জানতে ভিজিট করুন তারা’র অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/TaraCreative.BD) অথবা কল করুন ০১৭৪০২১২১২১ নাম্বারে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.