Thursday, December 19, 2024
More

    সর্বশেষ

    আসছে নতুন মাফিয়া গেম

    তৈরি হচ্ছে নতুন মাফিয়া গেম। মাফিয়া থ্রি ও মাফিয়া : ডেফিনিটিভ এডিশনের প্রকাশক টুকে গেমস ও হ্যাঙ্গার ১৩ গেমটির ২০তম বার্ষিকীতে এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে। খবর এনগ্যাজেট।

    হ্যাঙ্গার ১৩ এর মহাব্যবস্থাপক রোমান হ্লাদিক বলেন, “আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, আমরা একেবারেই নতুন মাফিয়া প্রজেক্টের কাজ শুরু করেছি।

    তিনি আরও বলেন, “গেমটি আসতে এখনও কয়েক বছর বাকি এবং এখনই আমরা এ বিষয়ে আর কিছু জানাতে পারছি না। আমরা আমাদের পছন্দের ফ্রাঞ্চাইজি নিয়ে ও নতুন গল্পে খেলোয়াড়দের বিনোদন দিতে কাজ শুরু করতে পেরে খুবই আনন্দিত।

    উল্লেখ্য, ২০০২ সালে সর্বপ্রথম মাফিয়া গেম প্রকাশ করা হয়। এরপর সর্বশেষ ২০২০ সালে মাফিয়া : ডেফিনিটিভ এডিশন প্রকাশ করা হয়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.