প্রাইভেট ইকুইটি ফার্ম বেইন ক্যাপিটালের কাছে মাইক্রোস্কোপ ইউনিট বিক্রি করবে জাপানভিত্তিক কোম্পানি অলিম্পাস করপোরেশন। ৪২ হাজার ৭৬০ কোটি ইয়েন বা ৩১০ কোটি ডলারে ইউনিটটি বিক্রি করবে বলে জানায় কোম্পানি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অলিম্পাস কোম্পানির এটিই সবচেয়ে বড় বিনিয়োগ প্রত্যাহার হতে যাচ্ছে।
মাইক্রোস্কোপ ইউনিটটি চিকিৎসা প্রযুক্তি উন্নত করতে ইন্ডাস্ট্রিয়াল এন্ডোস্কোপ এবং এক্স-রে তৈরি করত। এর আগে কার্লাইল গ্রুপ, কেকেআর অ্যান্ড কোম্পানির মতো বৈশ্বিক প্রাইভেট ইকুইটি ফার্ম কিনে নেয় বেইন।
সক্রিয় বিনিয়োগকারী ভ্যালুঅ্যাক্ট ক্যাপিটালকে জাপানভিত্তিক কোম্পানি অলিম্পাস তার বোর্ডে আমন্ত্রণ জানিয়েছে এবং বেশ কয়েকটি বিদেশী চিকিৎসা সরঞ্জাম ফার্ম কিনেছে কোম্পানটি। পাশাপাশি দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া ডিজিটাল ক্যামেরা ব্যবসা বিক্রি করেছে কোম্পানিটি।
২০১৯ সালের শুরুর দিকে কোম্পানিটি পুনরায় সংগঠিত হতে থাকে। তখন থেকে এর শেয়ার প্রায় তিন গুণ বেড়েছে।