স্থানীয় বাজারে বিদ্যুচ্চালিত স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) সরবরাহ শুরু করেছে ভিনফাস্ট। প্রাথমিকভাবে প্রথম ব্যাচের ১০০ এসইউভি বাজারে সরবরাহ করা হয়েছে। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গাড়ি সরবরাহ শুরু করবে বলে জানিয়েছে ভিয়েতনামের প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।
২০১৯ সালে কার্যক্রম শুরু করা ভিনফাস্ট ভিএফ৮ ও ভিএফ৯ এসইউভি দিয়ে দেশটির বাজারে প্রতিযোগিতায় নামার আশা করছে। সংস্থাটির বৈশ্বিক প্রধান নির্বাহী লে থি থু থুই বলেন, পাঁচ হাজার ভিএফ৮ হবে মার্কিন ও উত্তর আমেরিকার বাজারের জন্য। আগামী সপ্তাহ থেকে বিস্তৃত আকারে উৎপাদন শুরু হবে।
ভিয়েতনামের বৃহত্তম কনগ্লোমারেট ভিনগ্রুপের সাবসিডিয়ারি ভিনফাস্ট আগামী নভেম্বরে দেশের বাইরে গাড়ি সরবরাহ শুরু করবে। ডিসেম্বরেই গ্রাহকরা গাড়ি পেতে শুরু করবেন। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটি প্রায় ৬৫ হাজার ইউনিট গাড়ির ক্রয়াদেশ পেয়েছে। ভিএফ৮ ও ভিএফ৯ এসইউভি দিয়ে বিক্রি শুরুর পর ২০২৬ সালের মধ্যে বার্ষিক সাড়ে সাত লাখ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির আশা ভিনফাস্টের।