Thursday, December 19, 2024
More

    সর্বশেষ

    তিন হাজার ৬০০ কর্মী ছাঁটাই করছে মার্সিডিজ বেঞ্জ

    প্রচারণা ডটকম ডেস্ক : ক্রমবর্ধমান ব্যয়ের চাপ ও পরিবর্তনশীল অটোমোবাইল শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগ নিয়েছে মার্সিডিজ বেঞ্জ। এ উদ্যোগের অংশ হিসেবে সাও পাওলোর কারখানার কার্যক্রম আউটসোর্সে করার পরিকল্পনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ব্রাজিলে ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্সিডিজ বেঞ্জ। খবর রয়টার্স।

    খবরে বলা হয়, সাও পাউলো রাজ্যে সংস্থাটির ট্রাক ও বাসের চেসিস উৎপাদন কারখানার কর্মীরা ছাঁটাইয়ের মুখোমুখি হবে। কারখানা পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

    মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, প্রতিষ্ঠানটি সামনের এক্সেল ও গিয়ারবক্সের পাশাপাশি লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণ পরিষেবাগুলোর উৎপাদন আউটসোর্সে করা হবে। এক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছে জার্মান সংস্থাটি। পাশাপাশি সংস্থাটি মূল ব্যবসায় মনোযোগ বাড়ানোরও ঘোষণা দিয়েছে। এর মধ্যে বাসের চেসিস ও ট্রাক উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে।

    এক বিবৃতিতে মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, প্রতিষ্ঠানটি সাও বার্নার্ডো কারখানার ২ হাজার ২০০ কর্মীকে ছাঁটাই করবে। পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে কাজ করা ১ হাজার ৪০০ কর্মীর চুক্তির মেয়াদ ডিসেম্বরের পর আর বাড়ানো হবে না।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.