Saturday, December 21, 2024
More

    সর্বশেষ

    ২০২৫ নাগাদ ১০টি ইলেকট্রিক মোটরসাইকেল আনবে হোন্ডা

    প্রচারণা ডটকম : বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ইলেকট্রিক ক্যাটাগরিতে প্রবেশ করতে যাচ্ছে। ২০২৫ সাল নাগাদ ১০টি কিংবা তারও বেশি ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

    মজার বিষয় হলো, এসব মোটরসাইকেলের অধিকাংশই উত্তর আমেরিকাতে পাওয়া যাবে না। এগুলো মূলত এশিয়া ও ইউরোপের বাজারকে কেন্দ্র করেই তৈরি করা হবে।

    হোন্ডা ইতিমধ্যেই ১১টি সম্ভাব্য ইলেকট্রিক মডেলের স্লাইড প্রকাশ করেছে, যার অন্তত চারটি দেখতে মোপেডস এর মতো। ফলে এগুলো থেকে খুব ‘ভালো পারফরমেন্স’ আশা করা যাবে না। তবে বাকি ফুল সাইজ মডেলগুলোতে হোন্ডা তাদের পারফরমেন্স দেখাতে পারবে।

    হোন্ডা নতুন ‘ফান’ প্ল্যাটফর্ম তৈরি করছে এবং ২০২৪ থেকে ২০২৫ এর মধ্যে জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বৃহৎ আকারের ইভি মডেল বাজারজাতকরণের পরিকল্পনা করেছে। এছাড়া একই শক্তি ও সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তিতে ছোট সাইজের বাইকও আনবে হোন্ডা।

    ২০৪০ সাল নাগাদ হোন্ডা তাদের মোটরসাইকেল ব্যবসায়কে কার্বণ নিরপেক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষে ২০৩০ নাগাদ তাদের মোটরসাইকেল বিক্রির ১৫ শতাংশই ইলেকট্রিক করতে চায় হোন্ডা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.