Sunday, September 8, 2024
More

    সর্বশেষ

    ‘ফ্ল্যাশ কল’ ফিচার চালু করলো ইমো

    ক.বি.ডেস্ক: সম্প্রতি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লগইন আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে নতুন একটি ফিচার চালু করেছে মেসেজিংয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। নতুন স্বয়ংক্রিয় ভেরিফিকেশন ফিচার ‘‘ফ্ল্যাশ কল’’ এ ব্যবহারকারীরা ফোন কল যাচাইয়ের মাধ্যমে ইমোতে লগ ইন করতে পারবেন। এটি ব্যবহারকারীদের উন্নত সেবা প্রদান করবে এবং ভার্চুয়াল অনধিকার প্রবেশ ও ডেটা লঙ্ঘন রোধে সুরক্ষা নিশ্চিত করবে। নতুন এ ফিচারটি পূর্বের টেক্সট-ভিত্তিক ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ভেরিফিকেশন কোড ম্যানুয়াল অন্তর্ভুক্তির ঝামেলা দূর করে, ব্যবহারকারীদের দিবে সহজ ও নিরাপদভাবে ইমোতে লগইন করে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার সুবিধা।

    এ ফিচারটি পেতে হলে, যে সিম কার্ডের নম্বর থেকে ইমো অ্যাকাউন্ট খোলা হবে তা ওই একই ডিভাইসে সক্রিয় থাকতে হবে। অন্যথায়, ব্যবহারকারী ফ্ল্যাশ কল ফিচারটি ব্যবহার করতে পারবেন না। ফ্ল্যাশ কল যাচাইকরণের শর্ত পূরণ হলে, সেখানে একটি পপ-আপ উইন্ডো আসবে যেখানে ফ্ল্যাশ কল যাচাইকরণের জন্য নিরাপদ ও সফল লগইন করতে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে। এর ভিত্তিতেই ফ্ল্যাশ কল আসার পর অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে। ব্যবহারকারী যদি অনুমতি না দিয়ে তা প্রত্যাখ্যান করে দেয়, তখন ইমো অ্যাপ ভেরিফিকেশনের জন্য এসএমএস যাচাইকরণ মোডে প্রবেশ করবে।

    বাংলাদেশসহ সারাবিশ্বের সকল ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইসে ইমো অ্যাপটি আপডেট করে এ সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যবহারকারীদের সন্তুষ্টি ও গোপনীয়তার সুরক্ষাকে ইমো সবসময়ই গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং নতুন এ ফিচারটি ইমোর বিদ্যমান সুরক্ষা বলয়ে নতুন একটি মাত্রা সংযোজন করেছে। ব্যবহারকারীদের অনলাইন সুরক্ষা নিশ্চিতে এই ফ্ল্যাশ কল ফিচার ইমোর দায়িত্বশীল পরিচয়ের বহিঃপ্রকাশ; যা নেটিজেনদের কাছে ইমোকে আরও জনপ্রিয় করে তুলবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.