Thursday, January 23, 2025
More

    সর্বশেষ

    ইমো’র ‘রিওয়ার্ড’ ক্যাম্পেইনে নতুন অফার

    ক.বি.ডেস্ক: যোগাযোগে মেসেজিং অ্যাপ ইমো ‘‘রিওয়ার্ড’’ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনের আওতায়, যেসব ইমো ব্যবহারকারীরা অন্যদের ইমো ডাউনলোড করতে ইনভাইট করে সফল হবেন, তাদের জন্য থাকছে মোবাইল ডেটা প্যাক। গত ৭ মে থেকে এ ক্যাম্পেইনের আওতায় ইমো আপগ্রেডেড রিওয়ার্ড অফার নিয়ে এসেছে। যেখানে প্রতিটি সফল ইনভাইটেশনের জন্য থাকছে তিন দিনের মেয়াদে ৫১২ মেগাবাইটের প্যাক। এ আপগ্রেডেড ক্যাম্পেইনের আওতায় থাকছে শুধুমাত্র দশ হাজার প্যাক। যেসব ইমো ব্যবহারকারীরা গ্রামীণফোন মোবাইল নম্বর দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছেন কেবল তারাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

    অন্যদের ইমো ডাউনলোড করতে ইনভাইট করার পর ইনভাইটেশনপ্রাপ্ত গ্রাহকরা ইমো ডাউনলোড করলে, প্রতিটি সফল ইনভাইটেশনের জন্য ইমো ব্যবহারকারী বিনা মূল্যে মোবাইল ডেটা প্যাক পাবেন। এই ডেটা প্যাকের পরিমাণ সফল ইনভাইটেশনের সঙ্গে বৃদ্ধি পাবে। বাজারের অন্যান্য অ্যাপের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি ডেটা সাশ্রয়ের সুবিধাকে কাজে লাগিয়ে ইমো ব্যবহারকারীরা কম খরচে আরও বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।

    ব্যবহারকারীরা যাতে কোনো চিন্তা ছাড়াই নির্বিঘ্নে ডিজিটাল কানেকশন উপভোগ করতে পারেন সেজন্য ইন্টারনেট ব্যবহার সহজলভ্য এবং স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলেছে ইমো। বিনা মূল্যে পাওয়া এই ডেটা প্যাক ব্যবহার করে ব্যবহারকারীরা যেকোনো সময় ঝামেলাহীনভাবে ভিডিও কল বা ইনস্ট্যান্ট মেসেজ ফিচারের মাধ্যমে একে অপরের সঙ্গে তাতক্ষণিকভাবে যোগাযোগ করতে পারবেন!

    অ্যাপের নির্দেশনাসমূহ সঠিকভাবে অনুসরণ করে অন্যদের ইনভাইট করার মাধ্যমে যেকোনো ইমো ব্যবহারকারী ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এই অসাধারণ সুযোগটি উপভোগ করতে পারবেন। আগ্রহী ব্যবহারকারীরা বিনা মূল্যে ইমো ডাউনলোড করতে ভিজিট করুন:লিঙ্ক

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.