প্রচারণা ডটকম : প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের জিমেইল অ্যাপের জন্য একটি নতুন ফিচারের ঘোষণা করেছে। জিমেইলের নতুন ফিচারের মাধ্যমে অনুবাদ করা যাবে ইমেইল। জিমেইলের এই নতুন ফিচার ব্যবহারকারীদের স্থানীয় ভাষায় ইমেইল অনুবাদ করতে দেবে। এই ফিচারটি আগে শুধুমাত্র ওয়েবেই সীমাবদ্ধ ছিলো। এখন থেকে জিমেইলের এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলোতেও চালু হচ্ছে।
অর্থাৎ জিমেইলের ব্যবহারকারীরা কম্পিউটার ছাড়াও ফোনেও ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক জিমেইলের এই ফিচারের সমস্ত খুঁটিনাটি।
গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, “প্রায় এক বছর ধরে, আমাদের ব্যবহারকারীরা সহজেই ওয়েবে জিমেইলের ইমেইলগুলো ১০০টিরও বেশি ভাষায় অনুবাদ করছেন। আজ থেকে আমরা জিমেইল মোবাইল অ্যাপের মধ্যে একটি নেটিভ ট্রান্সলেশন ইন্টিগ্রেশন ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। যেটি জিমেইলের ব্যবহারকারীদের অনুবাদ করা ভাষার মাধ্যমে নির্বিঘ্নে যোগাযোগ করতে সক্ষম করবে।”