সাঁতার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বুদ্ধির প্রতিযোগিতা আরো কত্তো কত্তো প্রতিযোগিতাই তো আজকাল হয়ে।
তারই ধারাবাহিকতায় এবার আমেরিকার পোর্টল্যান্ডে হয়ে গেলো ব্যতিক্রমী এক প্রতিযোগিতা ‘বিশ্ব দাড়ি এবং গোঁফ প্রতিযোগিতা’ (The World Beard & Moustache Championships)।
পুরুষদের মুখমণ্ডলের সৌন্দর্য হিসেবে খ্যাত দাঁড়ি এবং গোঁফের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৫ অক্টোবর।
৩০০ পুরুষ এ প্রতিযোগীতায় অংশ নেয়। গোঁফ, আংশিক দাড়ি এবং পূর্ণাঙ্গ দাড়ি এ তিনটি প্রধান ক্যাটাগরি ধরে মোট ১৮টি ভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরষ্কার দেয়া হয়েছে।
এগুলোর মধ্যে ছিল সেরা প্রাকৃতিক দাড়ি, সেরা রাজকীয় দাড়ি, সেরা ফ্রিস্টাইল দাড়ি, সেরা মাস্কেটিয়ার দাড়ি, সেরা ইংরেজ গোঁফ, সেরা হাঙ্গেরিয়ান গোঁফ ইত্যাদি।
তবে সামগ্রিকভাবে সেরার পুরষ্কারটি জিতে নিয়েছেন আমেরিকার ম্যাডিসন রাওলি। তিনি পাচ্ছেন পরবর্তী বছর অস্ট্রিয়ার লিওগ্যাং-এ সম্পূর্ণ বিনাখরচে ভ্রমণ এবং সেখানে অনুষ্ঠিতব্য দাড়ি-গোঁফ প্রতিযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ।