Sunday, January 12, 2025
More

    সর্বশেষ

    ভিভো’র ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ

    ক.বি.ডেস্ক: সারাবিশ্বে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘‘ভিভো দ্বিতীয় গ্লোবাল ফটোগ্রাফি প্রতিযোগিতা’’র আসর। এক্স টেলেন্ট, বেস্ট শট ও দ্য পপুলারিটি এই তিন ক্যাটাগরিতে ছবি আহবান করা হয়। এতে অংশ নেয় বিশ্বজুড়ে শতাধিক ফটোগ্রাফার। জমা পড়ে হাজারও ছবি।

    প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশের নাসিম রেজার তোলা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ছবিটি ‘দ্য পুপলারিটি’ বিভাগে সেরা হয়। ভিভো’র ওয়েবসাইটে ছবিটি দেয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ২০ হাজারেরও বেশি লাইক পড়ে। ওই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুতাকাব্বির রাজ ও তৃতীয় হয়েছেন ভারতের অজয়।

    পপুলারিটি বিভাগে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয় বাংলাদেশের নাসিম রেজার তোলা এ ছবিটি

    এক্স-ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৮ জন যার মধ্যে বাংলাদেশি একজন। প্রতি বিজয়ী পাচ্ছেন একটি করে ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন। দ্য বেস্ট শট ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর প্রত্যেকে পাচ্ছেন এক্স৮০ ফাইভজি স্মার্টফোন। এর মধ্যে বাংলাদেশি তিনজন। আর পপুলারিটি ক্যাটাগরিতে ৭০ জনের মধ্যে দশজন বাংলাদেশি আছেন। তাঁরা প্রত্যেকে পাচ্ছেন ভিভো ওয়ারলেস স্পোর্ট লাইট।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.