Saturday, November 23, 2024
More

    সর্বশেষ

    ই-ক্যাব নির্বাচন: ৯টি পদে ৩টি প্যানেলসহ ৪জন স্বতন্ত্র প্রার্থী

    ক.বি.ডেস্ক: আগামী ১৮ জুন অনুষ্ঠেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের (ইসি) ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১জন প্রার্থী। এবারের নির্বাচনে ৩৬ জন মনোনয়নপত্র ক্রয় করলেও পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই ৩১জন প্রার্থীদের মধ্যে যোগ্য ও দক্ষ নেতৃত্ব বেছে নিতে এবারের নির্বাচনে ভোট প্রয়োগ করবেন ৭৯৫ জন ভোটার।

    দ্যা চেঞ্জ মেকার্স, অগ্রগামী এবং ঐক্য তিন প্যানেলের ২৭ প্রার্থীর বাইরে ৪জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আদি বিডি লিমিটেডের ফাতিমা বেগম, বিডি এক্সক্লুসিভের মুহাম্মাদ ইসমাইল হুসাইন, যাচাই লিমিটেডের মাফিয়া নাহিদ এবং পাবলিক্স মেট্রো লিমিটেডের মো. আবদুল আলিম।

    দ্যা চেঞ্জ মেকার্স

    ‘‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে’’ স্লোগানে ই-ক্যাব এর ইসি নির্বাচনে ৯ সদস্যের প্যানেলে রয়েছেন সিপ্রোকো কমপিউটারস লিমিটেডের শাফকাত হায়দার, বাংলামেডসের ওয়াসিম আলিম, ক্লিনফোর্সের মো. তাসদীখ হাবীব, আরটিএস এন্টারপ্রাইজের জিসান কিংশুক হক, কিনলে ডট কমের মোহাম্মদ মোজাম্মেল হক, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলোভ, ই-কুরিয়ারের বিপ্লব ঘোষ রাহুল, সেবা ডট এক্সওয়াইজেডের ইলমুল হক সজীব এবং হুর নুসরাতের নুসরাত আক্তার লোপা।

    অগ্রগামী

    ‘‘একসাথে অগ্রগতির পথে’’ স্লোগানে অগ্রগামী প্যানেলের সদস্যরা হলেন- ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার, কমজগত টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ তমাল, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সলিউশনস লিমিটেডের মোহাম্মাদ সাইদুর রহমান, ফোকাস ফ্রেমের মো. রুহুল কুদ্দুস, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান ও ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বারীন রেজা।

    ঐক্য

    ‘‘এগিয়ে চলি একসাথে’’ স্লোগানে ঐক্য প্যানেলের সদস্যরা হলেন- যাচাই ডটকমের আবদুল আজিজ, ক্র্যাফটস ম্যান সলিউশনের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আই এক্সপ্রেসের মো. তাজুল ইসলাম, স্কুপ ইনফোটেকের আরিফ মোহাম্মদ আবদুস শাকুর চৌধুরী, নুরতাজ ডটকমের মো. সেলিম শেখ, র‍্যাপিডো ডেলিভারিসের সামদানী তাব্রীজ, মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার, পরান বাজারের মো. আরিফুল ইসলাম এবং কোরিয়ান মার্ট বিডির ছোফায়েত মাহমুদ।

    আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচিত নয়টি পদে জয়ীদের মধ্যে পদ বন্টন ২০ জুন মনোনয়ন পত্র সংগ্রহ ও দালিখ করতে হবে। ফলাফল নিয়ে আপত্তি জানানোর শেষ সময় ২১ জুন। ২২ জুন আপত্তির ওপর শুনানি শেষে ২৩ জুন ঘোষণা করা হবে কারা হতে যাচ্ছেন ই-ক্যাব এর আগামীর কান্ডারি। আগামী ২৪ জুন ই-ক্যাব এর দায়িত্ব গ্রহণ করবেন নতুন ইসি। যদিও নির্বাচনের দিন ভোট গণনা শেষেই জানা যাবে ই-ক্যাব এর নতুন ইসিতে কারা যাচ্ছেন।

    ই–ক্যাব এর ২০২২-২৪ মেয়াদের ইসি নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আমিন হেলালী। সদস্যদ্বয় হলেন মো. আবদুর রাজ্জাক এবং এ এইচ এম বজলুর রহমান।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.