ক.বি.ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি বার্সেলোনায় হতে যাওয়া ‘‘এমডব্লিউসি ২০২২’’ এ বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং উন্মোচন করার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্যবহারকারীদের দ্রুততম এবং সবচেয়ে কার্যকর চার্জিং অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে রিয়েলমি বরাবরই বিনিয়োগ করে আসছে। এই ক্ষেত্রে ১২৫ ওয়াট ক্ষমতা বিশিষ্ট চার্জিং টেকনোলজি উন্মোচন করার মাধ্যমে নিজেদের শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে রিয়েলমি। পরবর্তী পদক্ষেপে বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং চালু করতে যাচ্ছে ২০২২ সালের এমডব্লিউসি অনুষ্ঠানে।
একই শ্রেণীর অনুরূপ ডিভাইসের সঙ্গে তুলনা করলে রিয়েলমির দ্রুত চার্জিং প্রযুক্তি সবার চেয়ে এগিয়ে। গো প্রিমিয়াম কৌশলের অধীনে, রিয়েলমি উদ্ভাবনের জন্য আরঅ্যান্ডডি সেক্টরে ৭০ শতাংশ বিনিয়োগ করবে এবং চার্জিং প্রযুক্তি হলো অন্যতম প্রধান অংশ। নতুন এই চার্জিং প্রযুক্তিটি অল্প সময়ের মধ্যে গ্রাহকদের স্মার্টফোনকে সম্পূর্ণরূপে চার্জ করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এবারের এমডব্লিউসিতে একই সময়ে ইউরোপীয় প্রথম স্ন্যাপড্রাগন-৮ জেন ১-যুক্ত স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো উন্মোচন করার ঘোষণা দিয়েছে রিয়েলমি।