Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০

    ক.বি.ডেস্ক: লেনোভো বাংলাদেশে নিয়ে এলো ‘‘লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০’’। সর্বাধুনিক প্রযুক্তির টু-ইন ওয়ান আইডিয়াপ্যাডটি বর্তমান শিক্ষাব্যবস্থা ও কাজের ধরনের সঙ্গে মিল রেখেই ডিজাইন করা হয়েছে। মিনারেল গ্রে রঙে পাওয়া যাচ্ছে মাত্র ৩৯,০০০ টাকায়। রয়েছে এক বছরের ওয়ারেন্টি।

    লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০: ইনটেল সেলেরন প্রসেসর দিয়ে চালিত। ইনটেল ইউএইচডি গ্রাফিক্স সংবলিত ডিভাইসটিতে ভিজ্যুয়ালের জন্য রয়েছে ১০.১ ইঞ্চি এইচডি (১২৮০x৮০০) আইপিএস ৩০০ নিটস গ্লসি টাচ ডিসপ্লে। ডলবি অডিও প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ৩৯ডব্লিউএইচ ব্যাটারি, ডিটাচেবল কিবোর্ড, মাল্টিটাস্ক এবং পিসি থেকে ট্যাবলেট মোডে সুইচ করার সুবিধা রয়েছে। ডাটা স্থানান্তরের জন্য ইউএসবি-সি ৩.২ সহ বিভিন্ন পোর্ট রয়েছে। রয়েছে হাই রেজ্যুলেশনের ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

    টু-ইন ওয়ান মাল্টিপারপাস লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০ সহজে বহনযোগ্য, মাল্টিটাস্কিং ডিভাইস হিসেবে ছাত্র, শিক্ষক ও অন্যান্য পেশাদারদের জন্য ডিভাইসটি সহজ ব্যবহারযোগ্য। কাজের প্রয়োজনে ট্যাব থেকে পিসিতে সহজেই পরিবর্তন করা সম্ভব  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.