Tuesday, May 13, 2025

সর্বশেষ

‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২১’ এ গ্রামীণফোনের ১৯টি অ্যাওয়ার্ড জয়

ক.বি.ডেস্ক: সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২১’’ এ  টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের কমিউনিকেশন পার্টনার প্রতিষ্ঠানগুলো গ্রামীণফোনের জন্য ১২৫টি পুরস্কারের মধ্যে রেকর্ডসংখ্যক ১৯টি পুরস্কার জিতে নিয়েছে, যা একটি ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ সংখ্যক পুরস্কার।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে প্রতি বছর বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত প্যানেল অ্যাওয়ার্ডের জন্য বিজয়ীদের নির্বাচন করে। ১৮ ক্যাটাগরিতে ১২৫ উদ্যোগকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন সর্বোচ্চ সংখ্যক ১৯টি পুরস্কার জিতে নেয়, যার মধ্যে ৩টি গোল্ড, ৫টি সিলভার ও ১১টি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড রয়েছে। গত আসরে গ্রামীণফোন ১৬টি পুরস্কার পায়।

গ্রামীণফোনের তিন কমিউনিকেশন পার্টনার- ম্যাগনিটো ডিজিটাল, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড এবং গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড, গত এক বছর গ্রামীণফোনের ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে যে কাজগুলো করেছে তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রদর্শন করে এবং এ কাজগুলোর মাধ্যমেই গ্রামীণফোন এই সম্মাননা অর্জন করে।

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.