ক.বি.ডেস্ক: বাংলাদেশে প্রযুক্তিগত অন্তর্ভূক্তি বাড়ানোর লক্ষ্যে ব্লেড সিরিজের সাশ্রয়ী দু’টি স্মার্টফোন নিয়ে এল জেডটিই কর্পোরেশন। সম্প্রতি জেডটিই স্মার্টফোনের স্থানীয় অংশীদার আনিরা ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘জেডটিই ব্লেড এল২১০’ এবং ‘ভি২০২০’ মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়।
জেডটিই ব্লেড এল২১০ ৫,৯৯০ টাকায় এবং ভি২০২০ ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। জেডটিই ব্লেড এল২১০ এ ১ জিবি র্যাম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ ইঞ্চি ডিসপ্লেসহ পরিচলন ব্যবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড গো। ব্লেড ভি২০২০ এ অ্যান্ড্রয়েড ১০ এর ৬ দশমিক ৮২ ইঞ্চি পর্দার সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও।এ সময় আরও উপস্থিত ছিলেন আনিরা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন, পরিচালক মারজানা বিনতে আশরাফ, ফারিজা বিনতে আশরাফ এবং সাফওয়ান আহমেদ আয়ান।