Thursday, September 19, 2024
More

    সর্বশেষ

    বাংলাদেশ আইসিটি কম্পিটিশন

    ক.বি.ডেস্ক: হুয়াওয়ে এবং বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত ‘‘বাংলাদেশ আইসিটি কম্পিটিশন’’ এর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করছে ১২৭ জন শিক্ষার্থী। চলতি বছরের জানুয়ারিতে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছয় মাসে শিক্ষার্থীরা হুয়াওয়ের একটি ওয়েব পোর্টালে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে।প্রথম পর্বের প্রশিক্ষণ ও পরীক্ষার ফলের ভিত্তিতে ১২৭ জন্য শিক্ষার্থী দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে। এ পর্বে এইচসিআইএ (হুয়াওয়ে সার্টিফায়েড আইসিটি অ্যাসোসিয়েট) থেকে ১৫ দিনের অনলাইন কোর্সে অংশগ্রহণ করবে।

    প্রতিযোগিতায় প্র্যাকটিক্যাল কম্পিটিশন ও থিওরি কম্পিটিশন দুটি অংশ থাকছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ এবং প্রোগ্রাম ডিজাইন করার সক্ষমতা মূল্যায়নে তাত্ত্বিক বিষয়ে প্রাথমিক ধারণা এবং হাতেকলমে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়া হবে। এ কম্পিটিশনের মূল উদ্দেশ্য দেশের আইসিটি ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ভিত্তি দৃঢ় করা। প্রতিযোগিতার তৃতীয় ও ফাইনাল পর্ব জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব থেকে নির্দিষ্ট শিক্ষার্থীরা দল গঠন করবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক দলে থাকবেন তিনজন শিক্ষার্থী ও একজন শিক্ষক। হুয়াওয়ে হেডকোয়ার্টার থেকে প্রশিক্ষকরা প্রতিযোগীদের প্রশিক্ষণ দেবেন। এরপর শিক্ষার্থীদের একটি সিমুলেশন টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর তিনটি দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.