Friday, January 10, 2025
More

    সর্বশেষ

    স্নাপড্রাগন প্রসেসরযুক্ত ‘প্রিমো আরএক্সএইট মিনি’

    ক.বি.ডেস্ক: স্নাপড্রাগন প্রসেসরযুক্ত ‘প্রিমো আরএক্সএইট মিনি’ মডেলের নতুন গেমিং স্মার্টফোন বাজারে আনছে ওয়ালটন। মিড রেঞ্জের ফোনটিতে থাকছে বড় ডিসপ্লে, শক্তিশালী র্যাম-রম, ফাস্ট চার্জিং, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।

    প্রিমো আরএক্সএইট মিনি স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন সিক্স সিরিজ প্রসেসর, ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরি। ১৮ ওয়াট টাইপ সি ফাস্ট চার্জিংসহ এতে রয়েছে সিকিউরিটি স্নাইডার। ফোনটির পেছনে থাকছে সনি সেন্সরযুক্ত ১২, ৮ এবং ৫ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা।

    ফোনটির অন্যান্য কনফিগারেশন ও মূল্য এখনো প্রকাশ করেনি ওয়ালটন। তবে মিড রেঞ্জের ফোনটির মূল্য ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে হবে বলে জানা গেছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.