ক.বি.ডেস্ক: ‘সারফেস-৪’ মডেলের ল্যাপটপ যুক্তরাষ্ট্রের বাজারে এনেছে টেক জায়েন্ট মাইক্রোসফট। ইন্টেল একাদশ প্রজন্মের প্রসেসর সম্বলিত এই ল্যাপটপটি চার ধরনের ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে। দুটি ইন্টেল প্রসেসরের কোর আই৫ ১১৩৫জি৭ ও কোর আই৭ ১১৮৫জি৭ম এবং দুটি এএমডি ৪০০০ প্রসেসরের রাইজেন৫ ৪৬৮০ইউ ও রাইজেন৭ ৪৯৮০ইউ। পাওয়া যাবে আইস ব্লু, স্যান্ডস্টোন, প্লাটিনাম ও ম্যাট ব্ল্যাক রঙে।
৮ গিগাবাইট, ১৬ গিগাবাইট বা ৩২ গিগাবাইট এলপিডিডিআর ৪এক্স র্যাম ও ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট বা ১ টেরাবাইট এসএসডি স্টোরেজের মধ্যে পাওয়া যাবে। ভ্যারিয়েন্টভেদে পর্দার মাপও থাকবে দুই ধরনের-১৩.৫ ইঞ্চি ও ১৫ ইঞ্চি। উভয় পর্দায় ৩:২ অ্যসপেক্ট রেশিও ও ১০ পয়েন্ট মাল্টি-টাচ সুবিধা থাকবে, সঙ্গে সারফেস পেনও থাকবে। ল্যাপটপিতে ১টি করে ইউএসবি-সি, ইউএসবি-এ, সারফেস কানেক্ট পোর্ট ও হেডফোন জেক, ৭২০ পিক্সেল ওয়েবক্যাম, ডুয়াল ফার ফিল্ড মাইকস, ডলবি এটমস স্টেরিও স্পিকার, ওয়াইফাই ৮০২.১১এএক্স ও ব্লুটুথ ৫.০।