বায়ো বাস

0
2400

কোন জিনিসই আসলে ফেলনা নয়। কেননা প্রতিটি ফেলনা জিনিস বা আবর্জনা বা বর্জ্য পদার্থ থেকে তৈরি করা যেতে পারে নতুন এবং ব্যবহারযোগ্য কোন জিনিস। তেমনই এক ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।

সেখানে নতুন একটি বাস সার্ভিস চালু করা হয়েছে যেই বাস কিনা চলবে মানুষের বর্জ্য আর খাবারের আবর্জনা থেকে প্রস্তুতকৃত গ্যাসের সাহায্যে। বাসটি চালু করা হয়েছে নভেম্বরের ২০ তারিখ থেকে।

যেহেতু প্রাকৃতিক বর্জ্য থেকে তৈরি গ্যাস দিয়েই বাসটি চলবে তাই বাসটির নাম দেয়া হয়েছে ‘বায়ো বাস’ (Bio Bus)। ৪০ আসন বিশিষ্ট এ বাসটি চলবে যুক্তরাজ্যের শহর ব্রিস্টল থেকে বাথ পর্যন্ত। পুরো এক ট্যাংক গ্যাস দিয়ে এ বাস চলতে পারবে প্রায় ৩০০ কিলোমিটার বা ১৮৫ মাইল পর্যন্ত।

এক ট্যাংক গ্যাস উৎপাদন করতে পাঁচ জন মানুষের এক বছরের বর্জ্য প্রয়োজন হবে। এসব বর্জ্য থেকে উৎপন্ন গ্যাস দ্বারা শুধু বাস চালানোই নয়, ঘরের বিদ্যুৎ চালানোর মত কাজও করা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে