প্রচারণা ডটকম : আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রন সংস্থা সোশ্যাল নেটওয়ার্ক সেবা ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো (৪০২ বিলিয়ন ডলার) জরিমানা করেছে। শিশুদের তথ্য সুরক্ষা করতে না পারার কারণে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র। খবর রয়টার্স।
ইনস্টাগ্রামের মূল মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মের একজন মুখপাত্র ইমেইল বার্তায় জানান, এই জরিমানার বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে ইনস্টাগ্রাম।
২০২০ সালে ইনস্টাগ্রামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আয়ারল্যান্ডের কর্তৃপক্ষ অভিযোগ করেন, ইনস্টাগ্রামে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুরা বিজনেস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে। এর ফলে তাদের ফোন নাম্বার ও ইমেইল ঠিকানা প্রকাশের সুযোগ তৈরি হয়, যা শিশুর তথ্য সুরক্ষা লঙ্ঘন করে।