জার্মানীর থ্রিডি প্রিন্টার নির্মাতা এসএলএম সলিউশন গ্রুপকে কিনছে নাইকন। ৬২ কোটি ২০ লাখ ইউরো বা ৬২ কোটি ডলারে এই চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে জাপানভিত্তিক কোম্পানি নাইকন। খবর নিক্কেই এশিয়া।
খবরে বলা হয়, নাইকন তার লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ শেয়ারের জন্য ৪ কোটি ৫০ লাখ ইউরো ব্যয় করবে এবং জাপানভিত্তিক কোম্পানিটি পরে শেয়ার ও কনভার্টিবল বন্ড কেনার জন্য টেন্ডার অফার চালু করবে। এর মাধ্যমে প্রাথমিকভাবে মূলধন বৃদ্ধি হবে। চুক্তির মাধ্যমে নাইকন থ্রিডি প্রিন্টার উৎপাদনের বড় একটি অংশ দখলে নিতে চায়।
এসএলএম এখন ধাতব থ্রিডি প্রিন্টারের প্রায় ১০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করছে। নাইকনের মতে, জার্মানির ইওএস গ্রুপ ও জেনারেল ইলেকট্রিকের পর তৃতীয় স্থানে রয়েছে এটি।
নাইকনের প্রেসিডেন্ট তোশিকাজু উমাতেতে বলেন, ক্রমবর্ধমান বাজারে ডিজিটাল উৎপাদন এবং কার্বন নিরপেক্ষতার মাধ্যমে ধাতুর তৈরি যন্ত্রাংশ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দখল করা আমাদের লক্ষ্য।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এসএলএমের সদর দপ্তর জার্মানির লুবেক শহরে। কোম্পানিটির কর্মী সংখ্যা পাঁচ শতাধিক।
প্রচারণা ডটকম