প্রচারণা ডটকম : স্টারবাকসে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান। আগামী ১ অক্টোবর নতুন দায়িত্ব বুঝে নেবেন তিনি। স্টারবাকস লন্ডন থেকে সিয়াটলে স্থানান্তরের পর লক্ষ্মণ যোগদান করবেন বলে জানা গিয়েছে। খবর বণিকবার্তা।
আজ শনিবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে দ্য হিন্দু। সেখানে বলা হয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত স্টারবাকসের অন্তর্বর্তী সিইও হাওয়ার্ড শুল্টজের সঙ্গে কাজ করবেন লক্ষ্মণ। এরপর তার নেতৃত্বে পরিচালিত হবে কফি জায়ান্টটি।
হাওয়ার্ড শুল্টজ বলেন, উদীয়মান বাজারে প্রবৃদ্ধি ও কোম্পানির নেতৃত্ব দেয়ার জন্য লক্ষ্মণ নরসিমহান অভিজ্ঞ। ভোক্তাদের প্রতি স্টারবাকসের প্রতিশ্রুতির অংশিদার হতে পারবেন বলে তার বিশ্বাস।
৫৫ বছর বয়সী লক্ষ্মণ সর্বশেষ যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা পণ্য প্রতিষ্ঠান রেকিট বেনকিজারের সিইও ছিলেন।
গত বৃহস্পতিবার সবাইকে অবাক করে রেকিট ছাড়ার ঘোষণা দেন লক্ষ্মণ নরসিমহান। এর পরপর প্রতিষ্ঠানটির শেয়ার ৫ শতাংশ পড়ে যায়।
এর আগে নরসিমহান পেপসিকোর বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন। কোম্পানটির লাতিন আমেরিকা, ইউরোপ ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের সিইও হিসেবে কাজ করেছেন।