প্রতিনিয়ত জীবনযাত্রায় নানাভাবে আমাদেরকে আটকে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তারই ধারাবাহিকতায় আশপাশে অবস্থানরত ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ ও স্থানীয় তথ্য আদান-প্রদানে এক বছর আগে নেইবারহুডস চালু করেছিলো ফেসবুক। তবে সম্প্রতি ফিচারটি বন্ধের ঘোষণা দিয়েছে মেটা। খবর টেকটাইমস।
যুক্তরাষ্ট্রের শার্লেট, নর্থ ক্যারোলিনা, সান দিয়োগো, ক্যালিফোর্নিয়া, ব্যাটন রগ, লুইসানা, নিউজার্সির নেটওয়ার্কে এ প্লাটফর্মটির ব্যবহার হয়েছে। এছাড়া কানাডার কিছু শহরেও ফিচারটি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় পর্যায়ের বিভিন্ন তথ্য ও কনটেন্ট শেয়ারে ব্যবহারকারীদের সুবিধা দিতে প্লাটফর্মটি চালু করা হয়েছিলো। তবে চালুর এক বছর পর ফেসবুক কর্তৃপক্ষ দেখতে পায়, গ্রুপ ও পেজ ব্যবহারকারীদের যে ধরনের সুবিধা দিয়ে থাকে এটিও একই সুবিধা দেয়। এ কারণে প্লাটফর্মটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।