সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২৫টি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এসব অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বিভিন্ন আইন সম্পর্কে যেমন জানা যাবে, তেমনি পাওয়া যাবে পাবলিক লাইব্রেরি, হাসপাতাল কিংবা চিড়িয়াখানার তথ্য, কৃষি পরামর্শ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব অ্যাপের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের নির্বাচিত সেবা নিয়ে ১০০টি মোবাইল অ্যাপের ২৫টির প্রথম সংস্করণ উদ্বোধন করা হয় এ অনুষ্ঠানে। এসব অ্যাপ বুধবার থেকেই গুগল প্লে স্টোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে উন্মোচন হওয়া অ্যাপগুলো হলো- তথ্য অধিকার আইন, ড্রাইভিং লাইসেন্স, বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর, নজরুল গীতি, সঞ্চিতা, ঢাকা চিড়িয়াখানা, সরকারি সেবা, বিটিআরসি, কপি রাইট আইন, আর্কিওলজি অব বাংলাদেশ, পাবলিক লাইব্রেরি, টেক্সটাইল ক্যালকুলেটর, প্রাইজ বন্ড, ই-জয়িতা, এফডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, অফিসের ব্যায়াম, ’৭২ এর সংবিধান, নদ-নদীর তথ্য, হাসপাতাল ফাইন্ডার, মাদকদ্রব্য ও কিশোর অপরাধ, ইমিউনাইজেশন অ্যালার্ট, ইনসেক্ট কন্ট্রোল অব ক্রপ, রুফ গার্ডেনিং ও ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। অন্যদের মধ্যে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, বেসিসের জ্যেষ্ঠ সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ অনুষ্ঠানে বক্তব্য দেন।