কি কি লাগবেঃ
- একটি মোমবাতি
- দিয়াশলায়
- একটি গ্লাস
পরীক্ষাঃ
- দিয়াশলায় দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের উপর রাখো
- এবার আস্তে করে খালি গ্লাস দিয়ে মোমবাতিটা ঢেকে দাও
- দেখা যাবে, কিছুক্ষণ মোমবাতিটা জ্বলে আস্তে আস্তে নিভে যাবে
ফলাফলঃ বন্ধুরা, মোমবাতিটা নিভে যাওয়ার কারণ হচ্ছে, গ্লাসের ভিতর অক্সিজেন শেষ হয়ে গেছে। তাই, অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না।